রেডি ই-কমার্সে আমরা কি অফার করছি
ক্রিয়েটিভ ডিজাইন
আমাদের এক্সপার্ট ডেভেলোপার টিম দ্বারা প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করা হয়। যার ফলে আমাদের ই-কমার্স ওয়েবসাইটগুলো ইউনিক এবং ক্রিয়েটিভ ডিজাইন হয়ে থাকে।
কাস্টোমার সাপোর্ট
ওয়েবসাইটের যে কোন সমস্যা বা পরামর্শের জন্য আমাদের সাপোর্ট টিম আপনার জন্য সর্বদা প্রস্তুত।
সাশ্রয়ী মূল্য
সকল পর্যায়ের ব্যবসায়ীদের কথা বিবেচণা করে, মার্কেট প্রাইজ অনুযায়ী সার্ভিসের তুলনায় আমাদের প্যাকেজগুলো খুবই সাশ্রয়ী মূল্যে সাজানো হয়েছে।
ফুল রেসপন্সিভ
মোবাইল,ট্যাবলেট,কম্পিউটার সকল প্ল্যাটফর্মের উপযুক্ত করে ডিজাইন করা হয়েছে। কাস্টোমার যে কোন ডিভাইস থেকে ভিজিট করলে ১০০% রেসপন্সিভ ডিজাইন শো করবে।
এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট
ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের এসইও এক্সপার্টদের নির্দেশনা মেনে সাইট তৈরি করা হয়, যার ফলে আমাদের ওয়েবসাইট গুলো এসইও ফ্রেন্ডলি হয়ে থাকে।
ইউ আই / ইউ এক্স
আমাদের টিমের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং পর্যাপ্ত রিসার্স করে ওয়েবসাই বিল্ড করা হয়, তাই ভিজিটরের ইউজার এক্সপেরিয়েন্স খুবই ভালো হয়ে থাকে।
স্ট্রং সিকিউরিটি
ইউজারদের সিকিউরিটি নিশ্চিত করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই আমাদের ওয়েবসাইটগুলো স্ট্রং সিকিউর।
সুপার ফাস্ট লোডিং স্পিড
আমাদের ওয়েবসাইটগুলো লাইট ওয়েট থিম এবং কোডিং স্ট্রাকচার মেনে তৈরি করা হয়, তাই ওয়েবসাইট স্লো হবার কোন সম্ভবনা নেই।
রেডি ই-কমার্স সাইট কাদের জন্য?
আমাদের ওয়েবসাইটগুলো লাইট ওয়েট থিম এবং কোডিং স্ট্রাকচার মেনে তৈরি করা হয়,
খুবই সহজ মাত্র ২ টি স্টেপে আপনি আপনার কাঙ্খিত ওয়েবসাই টি ক্রয় করতে পারেন।
উপরের ২ টি স্টেপ সফলভাবে সম্পূর্ণ করার পর, YappoBD টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার দেয়া তথ্য অনুযায়ী আপনার ওয়েবসাইট টি রেডি করে দেওয়া হবে।
কেন YappoBD থেকে ই-কমার্স সাইট কিনবো?
ইয়াপ্পোবিডি Exertpro এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। Exertpro ২০১৯ সন থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে সার্ভিস প্রদান করে আসছে। সেই সুবাধে দেশের ডিজিটাইলেজেশনের কথা চিন্তা করে ২০১৯ সন থেকে বাংলাদেশের বাজারে ইয়াপ্পোবিডি যাত্রা শুরু করে। বর্তমানে ইয়াপ্পোবিডি দীর্ঘ ২ বছর যাবত সুনামের সাথে ওয়েবসাইট রিলেটেড A-Z সলিউশন প্রদান করছে।
ওয়েবসাইট হ্যান্ডওভার করার সময় যে সকল পরিবর্তন করে দেয়া হবে:
আমাদের রেডিমেড ওয়েবসাইট গুলোতে যুগোপযোগী এবং প্রয়োজনীয় সব অত্যাধুনিক ফাংশন গুলো যুক্ত করা হয়ছে। এছাড়াও চাইলেই আপনার প্রয়োজন সাপেক্ষে নতুন এবং কাস্টমাইজ ফাংশন যুক্ত করে নিতে পারবেন।
সাধারণ কিছু প্রশ্ন উত্তর:
উত্তর: ওয়ার্ডপ্রেস এবং কাস্টোম কোড উভয় দিয়েই ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
উত্তর: না, থিমের জন্য আলাদা কোন পেমেন্ট করতে হবে না।
উত্তর: হ্যাঁ, আপনাকে ডোমেইন হোস্টিং আলাদা ক্রয় করতে হবে।
উত্তর: আপনি চাইলে চ্যাট অপশন ইন্টিগ্রেট করে দেয়া হবে, তবে সেটার জন্য আলাদা চার্জ প্রদান করতে হবে।
উত্তর: না, তবে আপনার যদি পেমেন্ট গেটওয়ের প্রয়োজন হয় তবে এড করে দেয়া হবে, সেক্ষেত্রেও অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে।
উত্তর: ফ্রি সার্ভিস হিসেবে ৫-৬ টি ডেমো প্রোডাক্ট আপলোড করে দেয়া হবে।
উত্তর: হ্যাঁ, কুপন কোড ম্যানেজ করতে পারবেন।
উত্তর: হ্যাঁ, ওয়েবসাইট থেকেই বিলিং ম্যানেজ করতে পারবেন।
উত্তর: হ্যাঁ, ওয়েবসাইট থেকে কাস্টোমারদের সকল তথ্য ম্যানেজ করতে পারবেন।
উত্তর: হ্যাঁ, ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে শিপিং ম্যানেজমেন্ট করতে পারবেন।
উত্তর: পেমেন্ট সম্পূর্ণ করার পর, YappoBD টিম আপনার মেইলে একটি ফর্ম দিবে, সেই ফর্মের নির্দেশনা অনুযায়ী তথ্য প্রদান করতে হবে।
উত্তর: না, কোন প্রকার হিডেন চার্জ নেই।
উত্তর: পেমেন্ট সম্পূর্ণ হবার পর সবোর্চ্চ ২৪ ঘণ্টা সময় লাগবে।
© Copyright 2024 – All rights reserved. – YappoBD