আমাদের টার্মস অব সার্ভিস এবং প্রাইভেসি পলিসি

আমাদের প্রধান বিশেষত্ব হলো সময়ের সাথে সাথে আমরা প্রয়োজনীয় নতুন নতুন অপশন যুক্ত করি। সবসময় ওয়েবসাইট এর সিকিউরিটি আপডেট রাখি। যেকোন সময় ডিজাইন পরিবর্তন ও আপডেট সুবিধা। সম্পূর্ণ রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট এর টিউটোরিয়াল এবং ২৪/৭ সাপোর্ট এছাড়াও থাকছে অনলাইন ব্যবসার কলা-কৌশল এবং টিপস সংক্রান্ত আপডেট নিউজ। এই সাইট বা ইয়াপ্পোবিডি সার্ভিস ব্যবহারের মাধ্যমে আপনি এই টার্মস দ্বারা আবদ্ধ হতে একমত হন। আপনি যদি এই টার্মস ও সার্ভিসের সাথে একমত না হন তবে আপনি আমাদের কোনো সার্ভিস ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন।

প্রাইভেসি পলিসি

এই প্রাইভেসি পলিসিতে অন্তর্ভুক্ত করে, আমরা আপনার ব্যক্তিগত তথ্য কিভাবে ব্যবহার করি। আমরা আপনার প্রাইভেসি গুরুত্ব সহকারে নিই এবং আপনার পার্সনাল ইনফরমেশন সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। গৃহীত কোনো পার্সনাল ইনফরমেশন কেবল আপনার অর্ডার পূরণের জন্য ব্যবহৃত হবে। আমরা কারো কাছে আপনার ইনফরমেশন এবং ব্যক্তিগত ডাটা বিক্রয় বা পুনর্বন্টন করব না। আমরা আপনার প্রাইভেসিকে শ্রদ্ধা এবং সুরক্ষা করি।

আমাদের সার্ভিসের সকল তথ্যঃ

সার্ভিস সমূহঃ

  • রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট
  • রেডিমেড নিউজ পোর্টাল ওয়েবসাইট
  • রেডিমেড ব্লগিং ওয়েবসাইট
  • রেডিমেড পোর্টফোলিও ওয়েবসাইট
  • রেডিমেড মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট

আমরা সাধারনত তুলনামূলক স্বল্প মূল্যে, একটি পূর্নাঙ্গ ওয়েবসাইটের ফিচার সংবলিত সকল ফাংশনাল ইলিমেন্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করে রাখি। যাতে যে কেউ তার প্রয়োজন অনুসারে একটি ডিজাইন বেছে নিয়ে চটজলদি কাজ শুরু করতে পারে।

সার্ভিস কিভাবে হ্যান্ডওভার করা হয়ঃ

আপনি যখন আমাদের কোন সার্ভিস ক্রয় করবেন তখন আমরা আপনাকে উক্ত পোডাক্ট এর জন্য একটি ব্যাকাপ লিংক প্রদান করবো। আপনি সেই লিংক ভিজিট করে পূর্নাঙ্গ ব্যাকাপ ডাউনলোড করে আপনার হোস্টিং এর ডাটাবেজে আপলোড করলেই একটি লাইভ ওয়েবসাইট পেয়ে যাবেন।

সিএমএসঃ

আমরা শুধু মাত্র ওয়ার্ডপ্রেস সিএমএস এর উপযুক্ত করে আমাদের ওয়েবসাইট গুলো তৈরি করে থাকি। তাই আপনি শুধু ওয়ার্ডপ্রেসেই ব্যবহার করতে পারবেন।

ডোমেইন/হোস্টিংঃ

আমরা আমাদের রেডিমেড ওয়েব সাইটগুলোর সাথে কোন ডোমেইন বা হোস্টিং সেবা প্রদান করিনা। কারন আমরা কোনভাবেই অনুমান করতে পারিনা আমাদের সাম্ভাব্য গ্রাহকগণ কি নামে তার ব্যবসা পরিচালনা করছেন। তাই এক্ষেত্রে আপনার যদি ডোমেইন বা হোস্টিং সেবা ক্রয় করা থাকে সেখানেই নতুন ওয়েবসাইট এর ব্যাকআপ ইনস্টল করে ব্যবহার করতে পারেন।

প্যাকেজের আওতায় যা যা থাকবেঃ

  • সম্পূর্ণ রিস্পসিভ ওয়েবসাইট
  • CMS ডাইন্যামিক ওয়েবসাইট
  • ওয়েবসাইট লগিন ও সাইন আপ পেজ
  • যে কোন ব্রাইজার থেকে ব্যবহার যোগ্য
  • যে কোন মোবাইল থেকে ব্যবহার যোগ্য
  • PHP স্ট্যান্ডার্ড ও হাই স্পিড ওয়েবসাইট
  • লাইসেন্স কৃত ওয়েবসাইট থিম
  • আনলিমিটেড প্রোডাক্ট আপলোড
  • আনলিমিটেড প্রোডাক্ট ক্যাটাগরি
  • ওয়েবসাইট হোম পেজ ডাইন্যামিক
  • প্রোডাক্ট লিস্টিং পেজ ও সরটিং সিস্টেম
  • কোম্পানির ম্যাপ যুক্ত যোগাযোগ পেজ
  • প্রোডাক্ট সার্চ অপশন ও সরটিং সিস্টেম
  • ফটো স্লাইডার ব্যানার ডাইন্যামিক
  • ডিস্কাউন্ট বা কুপন প্রোডাক্ট অপশন
  • অনলাইনে অর্ডার এন্ড ক্যাশ অন ডেলিভারি
  • বিভিন্ন বিষয়ে লিখার জন্য ব্লগ পেজ
  • ফেজবুক, ইউটিউব, WhatsApp লিঙ্ক

প্যাকেজ এর বাহিরে যা থাকবেঃ

  • ডোমেন ও হোস্টিং
  • নিজস্ব ওয়েবসাইট ফিচার
  • কাস্টমাইজ গ্রাফিক্স ডিজাইন
  • পেমেন্ট গেটওয়ে ইন্ট্রিগেশন
  • কাস্টমাইজ ওয়েবসাইট লগো
  • ডেমো কন্টেন্ট পরিবর্তন
  • অতিরিক্ত পেজ ও প্রোডাক্ট ক্যাটাগরি
  • যে কোন API/XML/iframe/embed কোড

ওয়েবসাইট হ্যান্ডওভার এর সময় যা যা পরিবর্তন করে নিতে পারবেনঃ

  • ওয়েবসাইট নাম
  • লোগো
  • ডোমেন নেম ও হোস্টিং
  • ইমেল এড্রেস ও মোবাইল নাম্বার
  • প্রতিষ্ঠানের ঠিকানা
  • ২/৩ টি ব্যানার ফটো
  • প্রোডাক্ট ক্যাটাগরি ও কিছু ডেমো প্রোডাক্ট
  • সোশ্যাল মিডিয়া লিংক

সাধারণ তথ্য প্রোটেকশন নিয়ন্ত্রণ (জিডিপিআর)

ব্যক্তিগত তথ্য সংরক্ষণ

আমরা আপনার নিকট হতে যে ডাটা সংগ্রহ করি তা মার্কিন যুক্তরাষ্ট্রে সংরক্ষিত হয়। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইএ (ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল) এর বাহিরের কর্মরত স্টাফদের দ্বারা অপারেটিং হতে পারে যারা আমাদের বা আমাদের অ্যাফিলিয়েটদের জন্য কাজ করে। অর্ডার পরিপূর্ণ ও আপনার সার্ভিসের জন্য সাপোর্ট দেওয়ার সময় এই এধরনের স্টাফ আপনার ডেটা প্রোসেস করতে পারে। আমাদের সার্ভিস গুলো ব্যবহার করে, আপনি স্বীকার করেন যে আপনার ডাটা ‘ইইএ’ এর বাইরে প্রক্রিয়া করা হতে পারে।

ব্যক্তিগত তথ্য সুরক্ষা

ইয়াপ্পোবিডি পার্সনাল ডাটা অবৈধ অ্যাক্সেস থেকে রক্ষা করতে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহন করে। তবে, ইন্টারনেটের কোনো কিছুই ১০০% সুরক্ষিত হিসেবে বিবেচনা করা যায় না।

ডাটা রিটেনশন

প্রযোজ্য আইনী, কর বা অ্যাকাউন্টিংয়ের প্রয়োজনীয়তা মেনে চলতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনার রিটেনশন এবং প্রসেস করা হবে। রিটেনশন সময় শেষে, আমরা হয় আপনার ডাটা ডিলেট অথবা বেনামী করব, যদি না এটি ব্যাকআপ সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয় এবং আরও প্রসেসিং থেকে পৃথক না করা হয়।

যোগাযোগ

আমাদের কাছে অর্ডার করেছেন এমন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমরা আপনার সাথে সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করতে পারি। আপনি যদি নিউজ লেটারে সাইন আপ করে থাকেন তাহলে আমরা আপনাকে মার্কেটিং ইমেইলগুলো পাঠাতে পারি । এছাড়াও আমাদের যোগাযোগ পদ্ধতিগুলির মধ্যে অন্তর্ভুক্ত ইমেলই, টেক্স (এসএমএস) মেসেজ, IRC চ্যাট,পুশ নোটিফিকেশনস বা স্বয়ংক্রিয় ফোন কল।

অ-ব্যক্তিগতভাবে সনাক্তকরণ যোগ্য তথ্যের ব্যবহার

আমরা আমাদের কাস্টমারদের পরিসংখ্যান সম্পর্কিত তথ্য তৃতীয় পক্ষের নিকট সরবরাহ করার অনুমতি রাখি। যেমন বিজ্ঞাপনদাতা বা সরবরাহকারী। এই সামগ্রিক পরিসংখ্যান তথ্য আপনাকে ব্যক্তিগত ভাবে সনাক্ত করবে না।

জিডিপিআর এর অধীনে আপনার অধিকার সমূহ

আপনি যদি EEA-এর বাসিন্দা হন তবে আপনার কাছে নিম্নলিখিত ডাটা প্রোটেকশন অধিকার রয়েছে, যা আপনি সাপোর্ট টিকিটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ব্যবহার করতে পারেনঃ

অ্যাক্সেসের অধিকার- আপনার ব্যক্তিগত তথ্য নেবার অধিকার আপনার আছে এবং আমাদের কাছ থেকে ডাটা এক্সপোর্ট রিকুয়েস্ট করার অধিকার রয়েছে।
সংশোধন করার অধিকার- আপনার কোনো ভুল বা অসম্পূর্ণ পার্সোনাল ডাটা সংশোধন করার অধিকার রয়েছে।

সীমাবদ্ধতা- আপনার পার্সোনাল ডাটা প্রক্রিয়াকরণ সীমিত করার জন্য অনুরোধের অধিকার রয়েছে। যেখানে আমাদের পক্ষে এটি করার কোনো বৈধতা নেই।

আপত্তি করার অধিকার- আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে আপত্তি করার সম্পূর্ন অধিকার রয়েছে যেখানে আমাদের এটি করার কোন বৈধতা নেই।

মুছে ফেলার অধিকার- আমাদের সংগ্রহ করা কোনো ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আপনার অনুরোধ করার সম্পূর্ণ অধিকার রয়েছে, তবে এই অধিকারটি নির্দিষ্ট ডাটা রাখতে আমাদের আর্থিক এবং আইনি প্রয়োজনীয়তা গুলোকে অগ্রাহ্য করে না। (উপরে দেখুন)।

সম্মতি প্রত্যাহারের অধিকার- আমরা আপনাকে যে কোনো ধরণের মার্কেটিং বিষয়ে যোগাযোগ প্রেরণ করতে পারি। তা থেকে আপনার সম্মতি প্রত্যাহারের (আনসাবস্ক্রাইব) অধিকার রয়েছে।

এই খানে উল্লেখ থাকে যে, আমরা এই জাতীয় যোগাযোগের সম্মতি /প্রতিক্রিয়া জানার পূর্বে আমরা আপনার পরিচয় যাচাই করতে চাইতে পারি।
আমাদের সংগ্রহ এবং আপনার ব্যক্তিগত ডাটা ব্যবহার সম্পর্কে, ডাটা প্রোটেকশন অথরিটি-এর কাছে অভিযোগ করার অধিকার আছে। আরও তথ্যের জন্য, আপনার EEA-তে লোকাল ডাটা প্রোটেকশন অথরিটি-এর সাথে যোগাযোগ করতে পারেন।

বয়সের সীমাবদ্ধতা

আমাদের সার্ভিস ১৮ বছরের কম বয়সীদের জন্য নয় এবং আমরা ইচ্ছাকৃতভাবে ১৮ বছরের কম বয়সী কারো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করব না।
করা যেতে পারে।

নায্য ব্যবহারের নীতিমালা

ইয়াপ্পোবিডি এর ব্যবহারকারীরা যে সার্ভিস পায় তা নিশ্চিত করার জন্য একটি সুষ্ঠু ব্যবহারের নীতিমালা রয়েছে যে তারা অন্যান্য ব্যবহারকারীর অভিজ্ঞতা বা কার্যকারিতা ব্যাহত না করে গ্রহণযোগ্য মানের সাথে অর্থ প্রদান করেছে।

বিঃদ্রঃ ইয়াপ্পোবিডি কোনো নোটিশ ছাড়াই টার্মস অব সার্ভিস এর টার্মস রিভিউ, আপডেট বা মডিফাই করার অধিকার সংরক্ষণ করে।